eaibanglai
Homeএই বাংলায়পুষ্পা পার্ট টু-এর শ্যুটিং বাঁকুড়ার জঙ্গলমহলে!

পুষ্পা পার্ট টু-এর শ্যুটিং বাঁকুড়ার জঙ্গলমহলে!

সংবাদদাতা,বাঁকুড়া:- চলতি বছরের অন্যতম সফল ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিকুয়েল পার্ট টু পুষ্পা: দ্য রুল নিয়ে হাজির হওয়ার কথা আগেই জানিয়েছন নিমার্তারা। বক্স অফিসে হইচই ফেলা এই সিনেমার দ্বিতীয়ভাগের বেশকিছু অংশের নাকি শ্যুটিং হতে পারে বাঁকুড়ায়। শোনা যাচ্ছে, ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং নাকি হবে বাঁকুড়ার খাতড়া রেঞ্জে। যদিও এই ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি, তবে সেখানে বেশকিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে পারেন আল্লু অর্জুন। বিরোধী স্মাগলিং ব়্যাকেটের সঙ্গে বন্দুক নিয়ে ধুন্ধুমার লড়াইতে মাতবেন পুষ্পারাজ, সেই দৃশ্যেরই প্রেক্ষাপট হবে বাঁকুড়ার খাতড়া। এমন খবরেই সরগরম এখন নেট পাড়া। শ্যুটিং-এর দিনক্ষণ নিয়ে নিশ্চিৎভাবে কিছু জানা না গেলেও খবর আগামী বছরের গোড়াতেই শ্যুটিং করতে লাল মাটির দেশে আসতে পারেন আল্লু অর্জুন। আর এই খবরে রীতিমতো উল্লসিত জেলার ৮ থেকে ৮০ সকলেই। তাদের প্রিয় ‘অ্যাকশান হিরোকে’ আর শুধুমাত্র পর্দায় নয়, একেবারে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব খাতড়া, বাঁকুড়া তথা বাংলার অগনিত পুষ্পা ভক্ত।

আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা ছাড়াও এই ছবিতে ফের আইপিএস অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে থাকবেন ফাহাদ ফয়জল। ছবির দ্বিতীয় পর্বেও পুষ্পা আর ভানওয়ারের দ্বৈরথ জারি থাকবে বলে জানা গেছে। বিশ্বের মোট ১০টি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments