নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভোজন প্রিয় দুর্গাপুর বাসীর জন্য সুখবর!দুর্গাপুরের বামুনাড়ার তপোবন সিটিতে উদ্বোধন হল ঝাঁ চকচকে রেস্তোরাঁ ‘আহেলি’। ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুরের নানাবিধ জিভে জল আনা খাবারের নানা পদ নিয়ে হাজির হয়েছে এই রেস্তোরাঁ। যেখানে স্টার্টার থেকে মেন কোর্স মিলবে সব রকম খাবার দাবার। খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটির সাথে কোনো আপস তো হবেই না, আবার ১০০০ টাকার ওপর খাবার নিলে রয়েছে বিশেষ ছাড়। এমনকি রেস্তোরাঁর রীতিমতো অভিজাৎ পরিবেশে খাবার পরিবেশন করা হলেও খাবারের দাম কিন্তু রাখা হয়েছে সাধারণ মধ্যমিত্ত মানুষের আয়ত্তের মধ্যেই। এমনটাই জানালেন রেস্তোরাঁর কর্ণধার সাগরিকা গুপ্তা ও সঞ্জয় গুপ্তা।
প্রসঙ্গত তপোবন সিটিতে কয়েক হাজার ফ্ল্যাট থাকলেও নেই কোনো ভালো খাবার জায়গা বা রেস্তরাঁ। সেই কথা মাথায় রেখেই সঠিক দামে গুণগত মাণের ও সুস্বাদু খাবার পরিবেশন করার চিন্তাভাবনা থেকেই ‘আহেলি’র আত্মপ্রকাশ বলে জানান সঞ্জয়বাবু। তপোবন সিটির আবাসিকদের জন্য রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা।
তপোবন সিটির মার্কেট কম্পলেক্সের তিনতলায় শুরু হওয়া এই রেস্তরাঁর আভ্যন্তরীন সজ্জা এককথায় বলতে গেলে অভিজাৎ ও শৌখিন। যা যে কোনো বড় রেস্তোরাঁর সাথে পাল্লা দিতে পারে। রয়েছে শৌখিন আরামদায়ক বসার জায়গা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব বা মনের মানুষকে নিয়ে মনোরম পরিবেশে সময় কাটানোর একেবার পারফেক্ট ডেস্টিনেশন।
আর সঙ্গে তো থাকছে মন মাতানো সব দেশি বিদেশি রকমারি খাবার। যা শহরবাসীর রসনার তৃপ্তি করবে বলেই আশা দুই কর্ণধারের।
সামনেই বড়দিন আর নিউইয়ার। আর শীতের এই উৎসবের মরশুমে শৌখিন ছিমছাম পরিবেশে বন্ধু-বান্ধব বা মনের মানুষের সঙ্গে সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে একটু সময় কাটাতে বেছে নিতেই পারেন শহরের ঝাঁ চকচকে রেস্তোরাঁ ‘আহেলি’কে।