eaibanglai
Homeএই বাংলায়আইএনটিটিইউসির পতাকা নিয়ে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের, উত্তেজনা

আইএনটিটিইউসির পতাকা নিয়ে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার গেট বন্ধ করে আইএনটিটিইউসির পতাকা নিয়ে বিক্ষোভ দেখাল কারখানার শোকজ হওয়া শ্রমিক সহ অন্যান্য শ্রমিকরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। অন্যদিকে শ্রমিকদের এই বিক্ষোভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিক্ষোভরত কারখানার শ্রমিকদের অভিযোগ তাঁরা বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদ করায় চারজন শ্রমিককে শোকজ করে কারখানা কর্তৃপক্ষ। এমনকি শোকজের চিঠি তাঁরা কারখানায় নিতে না যাওয়া সেই চিঠি শ্রমিকদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অবিলম্বে শ্রমিকদের শোকজ প্রত্যাহারের দাবি জানান তাঁরা। এছাড়াও শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন শ্রমিকরা। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারিও দেন বিক্ষোভরত শ্রমিকরা।

অন্যদিকে এই শ্রমিক বিক্ষোভ নিয়ে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অন্যতম জেলা সম্পাদক অভিজিৎ দত্ত তৃণমূলকে কটাক্ষ করে এদিন বলেন, “তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা কাটমানি নিয়ে স্থানীয়দের কাজ না দিয়ে বহিরাগতদের নিয়ে আসছে। সেজন্যই স্থানীয়রা কাজ পাচ্ছে না। এদিকে তৃণমূল শ্রমিক সংগঠন বলছে তাদের কথা শুনছে না কারখানা কর্তৃপক্ষ।” অন্যদিকে বহিরাগতদের কাজে নিয়োগের বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে পুরো ঘটনাটি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানান তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতা দীপঙ্কর লাহা। পাশাপাশি সমস্যা সমাধানের দ্রুত আশ্বাসও দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments