নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের মুচিপাড়ায় দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি সামাল দেয়।
দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম গুরমত সিং(৪৫)। দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা। তিনি কাঁকসার গোপালপুর শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। এদিন সকালে কাজে যাওয়ার পথে জাতীয় সড়কে ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান একটি দ্রুত গতি সম্পন্ন কন্টেনার ওই ব্যক্তির বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় দুঘণ্টা ধরে চলতে থাকে অবরোধ বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কের উপর পুলিশের রাখা ব্যারিকেডের কারণের এদিনের দুর্ঘটনা ঘটেছে। এমনকি ওই ব্যারিকেডের কারণে জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তারা।
অন্য দিকে অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান এসিপি ট্রাফিক তুহিন চৌধুরি সহ পুলিশ বাহিনী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
অন্যদিকে এসিপি ট্রাফিক তুহিন চৌধুরি দাবি করেন, দুর্ঘটনা এড়াতে ও গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্যই জাতীয় সড়কে গার্ডরেল দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন জাতীয় সড়ক পারাপারের জন্য এলাকায় দুটি আন্ডারপাশ রয়েছে। একটি মুচিুপাড়া আইটিআই ও অন্যটি শিবপুরের কাছে। কিন্তু সেগুলি ব্যবহার না করে মানুষজন জাতীয় সড়কের উপর দিয়েই যাতায়াত করে। ফলে দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায়। পাশাপাশি এদিন দুর্ঘটনায় মৃত্য ব্যক্তির মদ্যপ ছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।