eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর এনআইটিতে 'মেরি মাটি মেরা দেশ' উদযাপন

দুর্গাপুর এনআইটিতে ‘মেরি মাটি মেরা দেশ’ উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বৎসর উপলক্ষ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। গত ৯ আগস্ট এই কর্মসূচির অন্তর্গত ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় দেশের শহীদ বীর ও বীরাঙ্গনা যাঁরা দেশের জন্য আত্মবলিদান করেছেন তাঁদের সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে ‘অমৃত কলস যাত্রা’ অভিযানের ঘোষণা করা হয়। এই অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি ও গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবে ‘অমৃত কলস’। যে মাটি এবং গাছ দিয়ে রাজধানী নয়া দিল্লির কর্তব্য পথে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অমৃত বটিকা গড়ে তোলা হবে। আর এই বটিকা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রতীক’ হয়ে উঠবে।

রাজ্যের বিভিন্ন অংশের মাটি সংগ্রহ করে সম্প্রতি শহর দুর্গাপুরে পৌঁছেছে ‘মেরি মাটি মেরা দেশ’র ‘অমৃত কলস’। শনিবার সেই কলস পৌঁছয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর অরবিন্দ চৌবের নেতৃত্বে ক্যাম্পাসের অভ্যন্তরে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির প্রচার অভিযানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ছাড়াও এনএসএস স্বেচ্ছাসেবক, কর্মচারী এবং অধ্য়াপকগণ এদিনের এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন এবং পঞ্চ প্রাণের অঙ্গীকার গ্রহণ করেন। এই প্রচার অভিযানে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। যেখানে জাতীয় পতাকা ও ‘অমৃত কলস’ নিয়ে ক্যাম্পাস পরিভ্রমণ করেন সকলে ও ‘মেরি মাটি মেরা দেশ’র জন্য মাটি সংগ্রহ করা হয়।

এদিন এনআইটির ডিরেক্টর প্রফেসর অরবিন্দ চৌবে জানান, তাঁদের প্রতিষ্ঠানের মাধ্য়মে তাঁরা দেশের এই কর্মসূচিতে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments