নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ৩১ শে অক্টোবর সরর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে প্রতি বছর ৩১ অক্টোবর থেকে এক সপ্তাহ ব্যাপী দেশ জুড়ে “সতর্কতা সচেতনতা সপ্তাহ” পালন করা হয়। এই সচেতনতা সপ্তাহ উদযাপনের উদ্দেশে হল দেশের নাগরিকদের ন্যায়পরয়ণতা এবং সততার বিষয়ে উৎসাহিত করে তোলা। এ বছর অর্থাৎ ২০২৩ সালের “সতর্কতা সচেতনতা সপ্তাহ”এর বিষয় ভাবনা হল- “দুর্নীতিকে না বলুন, জাতির প্রতি অঙ্গীকার করুন” (সে নো টু করাপশন, কমিট টু দ্য় নেশন)। এই বিষয় ভাবনায় গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সচেতনতা সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে।
জনজীবনে সততা ও নৈতিকতার গুরুত্ব সম্পর্কে বৃহত্তর সচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রতি বছর সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা কেন্দ্রীয় সতর্কতা আয়োগ (সিভিসি) এর উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই “সতর্কতা সচেতনতা সপ্তাহ”পালন করা হয়। দুর্গাপুর ইনস্টিটিউট অফ টেকনোলজিও পালন করছে “সতর্কতা সচেতনতা সপ্তাহ”। এই কর্মসূচি উপলক্ষ্যে বুধবার ইনস্টিটিউটের নতুন অ্যাকাডেমিক ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছি। যেখানে সততার অঙ্গীকার গ্রহণ করা হয়। দুর্গাপুর নিটের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে এই অঙ্গীকার গ্রহন কর্মসূচি পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের রেজিস্ট্রার, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সকলেই এই বিশেষ অনুষ্ঠানে সততার অঙ্গীকার গ্রহন করেন।
“সতর্কতা সচেতনতা সপ্তাহ” উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে দুর্গাপুর নিটের তরফে। এর মধ্যে রয়েছে কুইজ, বিতর্ক সভা এবং কর্মশালার মতো একাধিক কর্মসূচি। যেখানে পড়ুয়া থেকে শিক্ষক অধ্যাপক, কর্মচারী সকলেই অংশগ্রহন করেছেন।