নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর থেকে কন্যাকুমারী। প্রায় প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ। রবিবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এই দীর্ঘ পথ সাইকেল নিয়ে পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করলেন দুর্গাপুরের ঘুগনি বিক্রেতা শ্যামাপদ শর্মা। উদ্দেশ্য মানুষে মানুষে বিশ্ব শান্তির বার্তা পৌঁছে দেওয়া। তবে এই প্রথমবার নয়, এর আগেও কখনো পোলিও মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আবার কখনো গাছ লাগানোর বার্তা নিয়ে, প্রকৃতি বাঁচানোর বার্তা নিয়ে সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন দেশেরে বিভিন্ন প্রান্তে।
বর্তমানে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ক্রমশ বেড়ে চলেছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সাম্প্রদায়িক দাঙ্গার মত ঘটনা। এই সব থেকে সমাজকে মুক্তি করতে এলাকায় এলাকায় মানুষকে জাগ্রত করতে চান শ্যামাপদবাবু। মানুষে মানুষে বার্তা পৌঁছে দিতে চান দাঙ্গা বা হিংসা থেকে বিরত থাকার। নতুনভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ সাইকেলে করে পাড়ি দিতে সময় লাগবে প্রায় দেড় মাস। আর এই সময়টুকুই সম্বল শ্যামাপদবাবু। এই দেড় মাসের যাত্রাপথের সকল মানুষকে সচেতন করতে জাগ্রত করতে চান দুর্গাপুরের বাসিন্দা।
ঘুগনি বিক্রি করে যেটুকু আয় হয় তার থেকে কিছুটা অংশ সংসার পরিবারের জন্য খরচ করে বাকি অংশ জমিয়ে রাখেন শ্যামাপদবাবু। আর ওই জমিয়ে রাখা টাকা থেকেই চালান সমাজকে সচেতন করার মতো সমাজসেবামূলক কাজ। এবারের এই মহৎ উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছেন এলাকারই কিছু সমাজসেবী মানুষজন। পাশে দাঁড়িয়েছেন তার পরিবার ও স্ত্রী অসীমা শর্মাও।
অন্যদিকে দুর্গাপুরের সাধারণ এই ঘুগনি বিক্রেতার অসাধারণ, মহৎ ও সাহসী এই উদ্যোগকে কুর্ণিশ জানাচ্ছেন শিল্পাঞ্চলবাসী।