eaibanglai
Homeএই বাংলায়অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন মাহাত্ম্য শুনলে চমকে যাবেন!

অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন মাহাত্ম্য শুনলে চমকে যাবেন!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই বা শেষ নেই। অর্থাৎ আজকের দিনে করা যে কোনো কার্য ক্ষয়হীনভাবে থেকে যায়। আজকের দিনে কি করবেন প্রথমে বলে দিই, বন্ধুরা আজকে মনে কোন রকম কু চিন্তাভাবনা আসতে দেবেন না, কারোর অনিষ্ট কামনা করবেন না, চেষ্টা করবেন দিনের একটা সময় ভগবানের নাম করার। আর আজ পথ চলতি কোন মানুষ অথবা পশু, অচেনা অজানা কোন একজনকে আপনার সাধ্যমত খাওয়ান অথবা দান করুন। তারপর সেটা আর মনে রাখবেন না ভুলে যান। এমনকি আজ আপনি যা করলেন তার জন্য কোন প্রতিদানের আশা বা অন্য কোন ফল প্রাপ্ত হওয়ার আশা ও মনের মধ্যে রাখবেন না। শুধু ভগবানের নামে বিশ্বাস রেখে কিছু ভালো করুন আজকে। নিশ্চিত ভাবেই একদিন এর ফল আপনি বহুগুণ রূপে ফেরত পাবেন।

এইবার বলি অক্ষয় তৃতীয়া এই তিথির মাহাত্ম্য এত কেন? এই তিথিতে সত্য যুগের সূচনা হয়েছিল, এই তিথিতে দেবী গঙ্গা মর্ত্যে অবতরণ করেছিলেন, এই তিথিতে ভগবানের দশ অবতারের মধ্যে ষষ্ঠ অবতার পরশুরাম দেব আবির্ভূত হন। এই কারণে এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। এই তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। এই তিথিতেই দেবী পার্বতীর আর এক রূপ মা অন্নপূর্ণা, আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। এই তিথিতেই দূর্যোধন দ্রোপদীর বস্ত্রহরণের চেষ্টা করলে দ্রৌপদী ভগবানের শরণাগত হয় এবং নিজের লজ্জার রক্ষা করে। – তাই অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন মাহাত্ম্য রয়েছে। এই দিন যে ব্যক্তি নিষ্কাম ভাবে পূণ্য কর্ম করবে সে অবশ্যই তার ফল পাবে।

হরে কৃষ্ণ। রাধে রাধে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments