নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের এক পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তেলে জল মেশানোর অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগৎ সিং লাগোয়া ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্পে। অবশেষে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা সূত্রে জানা যায় ভগৎ সিং লাগোয়া ভারত পেট্রোলিয়ামের ওই পেট্রোল পাম্পে বাইকে তেল ভরাতে যান দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দাস। তার অভিযোগ তেল ভরিয়ে পেট্রোল পাম্প থেকে বের হতেই তার বাইক বন্ধ হয়ে যায়। এরপরে স্থানীয় একটি গ্যারেজে বাইক নিয়ে গেলে সেখানের মিস্ত্রিরা জানায় তেলের সঙ্গে জল মেশানো আছে, তার জেরেই গাড়ি বন্ধ হয়ে গেছে। সৌরভ দাসের পাশাপাশি আরও অনেকে তেলে জল মেশানোর অভিযোগ তোলেন এবং প্রত্যেকেই গাড়ি থেকে তেল বের করলে দেখা যায় সেই তেলে জল রয়েছে। বিষয়টি নিয়ে পেট্রোল পাম্প ম্যানেজার ও কর্মীরা গ্রাহকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পাম্প ম্যানেজারের দাবি নতুন যে পেট্রোল আসছে তাতে এক ফোঁটা জল মিশলে তা দশ ফোঁটা জলে পরিণত হবে। অর্থাৎ তেলে জলের পরিমাণ নিজের থেকেই দশ গুণ বৃদ্ধি পাবে। বর্ষার সময় গাড়িতে হয়তো জল ছিল সেই কারণেই তেলে জল মিশে জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়তে থাকায় অবশেষে খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশের মধ্যস্থতায় পেট্রো পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরৎ দিলে পরিস্থিতি শান্ত হয়।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য দিন কয়েক আগে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। এখন পেট্রোল পাম্প থেকে গাড়িতে বা বাইকে তেল ভরাতে রীতিমতো সংশয়ে ভুগছেন শহরবাসী।