eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে 'বিশ্ব ফটোগ্রাফি দিবস' পালন

দুর্গাপুরে ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’। প্রতি বছর ১৯ আগস্ট দিনটি ফটোগ্রাফি দিবস হিসেবে পালিত হয় বিশ্ব জুড়ে। এই শিল্পের শুভ সূচনা হয় ১৮৩৯ সালের ১৯ আগস্ট ‘ড্যাগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফি মুক্তি লাভের মধ্য দিয়ে। দিনটিকে স্মরণ করতে এবং শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির এই যাত্রায় নিরলস অসংখ্য মানুষের পরিশ্রম ও কাজকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনটি পালন করা হয়। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ পালন করা হয়।

সারা বিশ্ব তথা দেশের পাশাপাশি এই বিশেষ দিনটি পশ্চিম বর্ধমান জেলা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও দুর্গাপুর মহকুমা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিশেষভাবে পালন করা হয়। এদিন ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ উপলক্ষ্যে ইস্পাত নগরীর বিধান ভবনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ফটোগ্রাফারদের পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের প্রায় ১০০জন রক্তদাতা রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালের ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি সহ শহরের বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments