eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বাহা উৎসবকে ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতাদের নিয়ে সালিশিসভা পুলিশের

দুর্গাপুরে বাহা উৎসবকে ঘিরে উত্তেজনা, তৃণমূল নেতাদের নিয়ে সালিশিসভা পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আদিবাসী সম্প্রদায়ের বাহা উৎসবকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। তৃণমূল নেতাদের নিয়ে আদিবাসী পাড়াতে সালিশি সভা করে বিতর্কে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওই দিন আদিবাসীদের বাহা পরব ছিল। দুর্গাপুরের মেন গেট সংলগ্ন এলাকায় অন্যান্য বছরের মতো এবারও উৎসবে মাতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ পরব শেষে ওইদিন রাতে স্থানীয় আদিবাসী পাড়ায় হামলা চালায় বেশকিছু যুবক। ভাঙচুর করা হয় বেশকিছু ঘরবাড়ি। ঘটনায় আহতও হন বেশকয়েকজন। স্থানীয়দের অভিযোগ যে কোনও আদিবাসী পরবেই পাশের পাড়ার যুবকেরা হামলা করে অশান্তি ছড়ানোর চেষ্টা করে। অথচ পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে নীরব। অন্যদিকে গত মঙ্গলবার হামলার ঘটনার পর কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকার আদিবাসী সমাজের মানুষজনের মধ্যে। বিষয়টি আঁচ করে বৃহস্পতিবার ওই আদিবাসী পাড়ায় স্থানীয় থানার পক্ষ থেকে একটি সালিশিসভায় আয়োজন করা হয়। আর সেখানে বিবাদ মেটাতে বসানো হয় তৃণমূলের দুই নেতাকে। যাদের মধ্যে ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব ও তৃণমূল শ্রমিক নেতা গোলাম রসূল।

আর প্রশাসনের এই ভূমিকা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। থানার বদলে পাড়ায় সালিশি সভা কেন? সমস্যা মেটাতে পুলিশের বদলে নেতা কেন ? একাধিক প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ।যদিও সাফাই হিসেবে তৃণমূল নেতা তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদবের সাফাই স্থানীয় সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments