eaibanglai
Homeএই বাংলায়ডেপুটি পুলিশ কমিশনারের বদলির নির্দেশ, মন খারাপ শহরবাসীর

ডেপুটি পুলিশ কমিশনারের বদলির নির্দেশ, মন খারাপ শহরবাসীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এখনও দিন ঘোষণা না হলেও চলতি বছরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বিচান। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন ঘোষণার আগে রাজ্য পুলিশের একাধিক পদে হঠাৎ বড়সড় রদবদলের সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। মোট ৫১ জন আইপিএস অফিসারকে বিভিন্ন স্থানে বদলির নির্দেশ জারি হয়েছে।

আর এই নির্দেশিকার মধ্যে বদিলর নির্দেশ দেওয়া হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দুর্গাপুর (পূর্ব) অভিষেক গুপ্তকে। আর এই খবর জানাজানি হতেই মন খারাপ শিল্পাঞ্চলবাসীর। ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত অত্যন্ত মৃদুভাষী মিশুকে হিসেবে শিল্পাঞ্চলবাসীর কাছে পরিচিত। শুধু তাই নয় দুর্গাপুর শিল্পাঞ্চলে একাধিক সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি একজন দক্ষ পুলিশ অফিসার হিসেবে গত কয়েক বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে তাঁর অমূল্য অবদান রয়েছে। শিল্পাঞ্চলে ঘটে যাওয়া একাধিক অপরাধের দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন তিনি। দুর্গাপুর শিল্পাঞ্চলের সাংবাদিক মহলের কাছেও তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন । বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁকে সহজেই পাওয়া যেত সহায়তার জন্য।

অন্যদিকে রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা থেকে জানা গেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন ডেপুটি কমিশনার দুর্গাপুর (পূর্ব) হতে চলেছেন আইপিএস কুমার গৌতম। দুর্গাপুর শিল্পাঞ্চলের সাধারণ মানুষের আশা নতুন ডেপুটি কমিশনারও অভিষেক গুপ্তের মতো সাধারণ মানুষের পাশে থাকবেন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments