eaibanglai
Homeএই বাংলায়মাসিক বেতন, পিএফ,ইএসআই থেকে বঞ্চিত করা হচ্ছে দুর্গাপুর রেল স্টেশনের সাফাই কর্মীদের,...

মাসিক বেতন, পিএফ,ইএসআই থেকে বঞ্চিত করা হচ্ছে দুর্গাপুর রেল স্টেশনের সাফাই কর্মীদের, অভিযোগ

অমল মাজি, দুর্গাপুর:- দুর্গাপুর রেল স্টেশনে ২২ জন সাফাই কর্মী, যারা স্টেশনের রেল লাইনের নোংরা আবর্জনা সাফাই করে স্টেশনকে ঝকঝকে তকতকে রাখতে অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকেই নিয়মিত মাসিক বেতন, পিএফ এবং ইএসআই থেকে বঞ্চিত করছেন রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন অভিযোগ উঠায় সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ওই ২২জন শ্রমিকদের পক্ষ থেকে জানান হয়,বিগত দশ বছর ধরে তারা Subhradeep Construction আন্ডারে কাজ করে আসছেন। 2018 সাল থেকে subhradeep Construction আন্ডারে Durgapur Railway station premises -এ Cleaning Job কাজ করে আসছেন। এই 2022 সালের 28th February পর্যন্ত সেই কাজ চলেছে । এই সময় পর্যন্ত তাদের মাসিক বেতন ও PF, ESI নিয়ে কোন রকম সমস্যা হয়নি । কিন্তু এর পর থেকে যত গন্ডগোল শুরু হয়।

পিন্টু হাঁড়ি, বাবলু হাঁড়ি, উপেন পাসি, জ্যোতি হাজরা, মঞ্জু রুইদাস, সঞ্জয় বাসফোড়, মামনি পাল, রোহিত ডোম সহ অন্যান্য কর্মীরা জানান, গত 1st march 2022 থেকে আমরা ” Impress” -এর আন্ডারে Durgapur Railway station manager – এর তত্বাবধানে 16 march পর্যন্ত কাজ করেছি। station Manager বলেছিলেন, তোমরা কাজ চালু রাখো, তোমাদের যা বেতন , PF , ESI সব দিয়ে দেওয়া হবে । কিন্তু আজ পর্যন্ত কোন কিছুই আমাদের দেওয়া হয়নি। এই বছর 17 march থেকে Extension Basis – এ ( KAN – STRUCK- prop. – Bumba/Asansol, sinha peti contractor,( mob.no.9434251948)/Dgr) তিন মাসের জন্য আমাদের Irregular কাজ শুরু হয়। তাও সব ছেলেদের (শ্রমিক) কাজ দেওয়া হয়নি। ১২ জনকে কাজ করতে দেওয়া হয় । তিন মাসের extension period শেষ হবার আগেই শোনা যাচ্ছিল কোলকাতার এক contructor (SPEEDCON) এই cleaning job-এর কাজ করবে । কোলকাতার Contructor, যারা ইতিমধ্যে Sinha peti contructor-এর সঙ্গে দু – বার মিটিংও করেছে এবং তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে মাসিক 6 হাজার টাকার বিনিময়ে কোনো PF,ESI ছাড়াই 6/7 জন শ্রমিককে দিয়ে railway station -এ cleaning Job করাবেন। অথচ এতদিন যেখানে আমাদের ২২ জন লেবার কাজ করে আসছে তারমধ্যে ১৫-১৬ জনকে বসিয়ে ৬-৭ জনকে দিয়ে কাজ করবেন। তারা আরও সিদ্ধান্ত নেয় যে, যদি কোন লেবার এই বেতনে কাজ করতে রাজি না হয় তাহলে কোলকাতা থেকে লেবার নিয়ে এসে কাজ করাবেন।

আমরা আসানসোল ডিভিশন ( DRM )এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। অভিযোগ জানানো হয়েছে লেবার কমিশনেই বিভিন্ন۔ দপ্তরে এবং পিএফ কমিশনকে। অনুরোধ করেছি, বর্তমানে যেভাবে কর্মচারীদের ( সরকারী / বেসরকারী ) বেতন বাড়ছে, বাজার দর বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো গরিব শ্রমিকদের এই ভাবে’ ভাতে ‘ মারার চক্রান্ত কেন করা হচ্ছে ? এবং কিসের স্বার্থে ? ওই ঠিকাদারের এমন অমানবিক সিদ্ধান্তে আমাদের মত গরীব শ্রমিকদের সাংসারিক জীবন যাত্রা আজ বিপন্ন। এমন অবস্থায় ডি আর এম-এর কাছে আমরা অনুরোধ করেছি, সরকারি নিয়ম অনুযায়ি শ্রমিকদের প্রাপ্য থেকে আমরা যাতে বঞ্চিত না হই সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে । এবং আমাদের সবাইকে যাতে কাজে বহাল রাখা হয় তার ব্যবস্থা করে আমাদের জীবন বাঁচানোর। একই সাথে 01/03/ 2022- 16/3/2022 যে বকেয়া বেতন, তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুবই আর্থিক ভাবে উপকৃত হবো।

এদিকে সূত্র মারফৎ জানা গেলো, আসানসোল ডি আর এম অভিযোগ পাওয়ার পর ওই টেন্ডারটি বাতিল করা হয়েছে। এখন দেখার, ওই সমস্ত বঞ্চিত সাফাই কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্য পান কিনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments