সংবাদদাতা,দুর্গাপুরঃ– কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডের ১৯ দিন পর ঘটনায় প্রথম গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কাঁকসা থানা এলাকা থেকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে অভিজিৎ মন্ডল নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করে শক্তিগড় থানার পুলিশ।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন এদিন জানিয়েছেন, ধৃত অভিজিৎ মণ্ডল দুর্গাপুরের বাসিন্দা ছিল। সে দুর্গাপুরেই একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতো। তবে এই খুনের ঘটনার সঙ্গে তার যোগসূত্র কী ? মোটিভ কী ছিল ? সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ।
তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে অভিজিতের আসল বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। রানিগঞ্জের মাফিয়া নারায়ণ গেরফার গাড়ি চালাত সে। দুই মাফিয়ার সংঘাতের কারণে এই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে কাঁকসার এলাকার যে তপবন সিটির আবাসনে থাকত অভিজিৎ বুধবার সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটে তালা লাগানো। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার তপবন সিটি এলাকায়।
বুধবার ধৃতকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিজিৎ মন্ডলকে হেফাজতে নিয়ে রাজু ঝা খুনের তদন্তের গতি আনতে চাইছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।