eaibanglai
Homeএই বাংলায়প্রকাশিত হলো 'আমরা দশভুজা' পত্রিকার বৈশাখী সংখ্যা

প্রকাশিত হলো ‘আমরা দশভুজা’ পত্রিকার বৈশাখী সংখ্যা

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কলকাতাঃ- গত কয়েক বছর ধরে যে কয়েকটি সাহিত্য পত্রিকা গোষ্ঠী বাংলা সাহিত্যচর্চাকে প্রাসঙ্গিক করে রেখেছে তাদের অন্যতম হলো ‘আমরা দশভুজা’ সাহিত্য পত্রিকা গোষ্ঠী। এই পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে এবং প্রচণ্ড গরমকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে গত ১৬ ই এপ্রিল শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পত্রিকাটির বৈশাখী সংখ্যা প্রকাশিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পত্রিকা গোষ্ঠীর সভাপতি শ্রাবণী ঘোষ। উপস্থিত সঙ্গীত শিল্পী ও বাচিক শিল্পীদের সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। বিশিষ্ট কবিদের মননশীল বক্তব্য নবীন প্রতিভাদের উদ্বুদ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকা গোষ্ঠীর প্রধান উপদেষ্টা কবি সুভাশিস সরকার।

এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।এছাড়া পত্রিকা গোষ্ঠী পরিচালিত ফেসবুক গ্ৰুপ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে কয়েকজন কবি-সাহিত্যিককে সন্মাননা প্রদান করা হয়।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি অসীম দাস ও কবি অজয় চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সুপরিচিত কবি সহ সংশ্লিষ্ট সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পরিচালন সমিতির একাধিক সদস্য।

সাহিত্যের প্রতি ভালবাসা ও আন্তরিকতার টানে যেভাবে এই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে বহু দূর-দূরান্ত থেকে কবি-সাহিত্যিকরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারজন্য ‘আমরা দশভুজা’ পরিবারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকার সম্পাদিকা কৃষ্ণা চক্রবর্তী বললেন- প্রবীণ কবিদের পাশাপাশি নবীন কবিদের উৎসাহ দেওয়ার জন্য আমরা এই পত্রিকাগোষ্ঠী প্রতিষ্ঠা করেছি। আশাকরি এই পত্রিকার হাত ধরে আগামী দিনে নতুন নতুন প্রতিভা উঠে আসবে। তিনি প্রত্যেককে সাবধানে থাকার পরামর্শ দেন।

প্রসঙ্গত, সংসারের যাবতীয় কাজ সামলে সাহিত্যচর্চার উদ্দেশ্যে বছর পাঁচেক আগে বাংলার মেয়ে তথা জামশেদপুরের গৃহবধূ কৃষ্ণা চক্রবর্তী ‘আমরা দশভুজা’ সাহিত্য গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। পাশে পেয়েছিলেন শ্রাবণী ঘোষ, মন্দিরা মুখার্জ্জী, সুভাশিস সরকার, বিপ্লব ভট্টাচার্যের মত একগুচ্ছ কবিদের। সমাজ মাধ্যমে নিয়মিত কাব্য চর্চা ছাড়াও এই গোষ্ঠী বছরে দু’বার নবীন-প্রবীণ কবিদের সৃষ্টি সমৃদ্ধ বই প্রকাশ করে থাকে।

কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এই গোষ্ঠীর অন্যতম সদস্যা তথা বিশিষ্ট কবি-বাচিক শিল্পী মন্দিরা মুখার্জ্জী বললেন – সাহিত্যের টানে যেভাবে কৃষ্ণা সুদূর জামশেদপুর থেকে এই বাংলায় বারবার ছুটে আসে সেটা সত্যিই প্রশংসনীয়। যদিও অসুস্থতার জন্য এবার তিনি উপস্থিত থাকতে পারেননি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments