নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ন্যায্য বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়গুলি সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করল দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা। এদিন ডিএমসি সাফাই কর্মী ক্যাজুয়াল ইউনিয়ন তথা কংগ্রেসের শ্রমিক সংগঠন ইনটাকের ব্য়ানারে সাফাই কর্মীরা পুরনিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিনের বিক্ষোভের নেতৃত্ব দেন ইনটাক নেতা সুভাষ সাহা। তিনি জানান দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডের প্রায় ১৮৫২ জন সাফাই কর্মী রয়েছেন। যাদের দাবি দাওয়া নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। উল্লেখ্য গতবছরই সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি হয়। কিন্তু অভিযোগ বেতন বৃদ্ধি হলেও ন্যূনতম বেতন এখনো পর্যন্ত পাচ্ছেন না তারা। এছাড়াও সাফাই কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষারও দাবি জানানো হয় এদিনের আন্দোলন থেকে। যতদিন পর্যন্ত ন্যায্য বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলির দাবি মানা না হবে ততদিন এই আন্দোলন লাগাতার চলবে বলে জানান ইনটাক নেতৃত্ব।