নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে শুরু হল পশ্চিম বর্ধমান জেলার স্কুল স্তরের অ্যাথলেটিক প্রতিযোগিতা। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস (পশ্চিম বর্ধমান)-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জানা গেছে অনূর্ধ্ব ১৪ বছর, ১৭ বছর এবং ১৯ বছর এই তিনটি বিভাগের প্রতিযোগীদের চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে এই প্রতিযোগিতার মাধ্যমে। জেলার বিভিন্ন প্রান্তের স্কুল থেকে আসা প্রতিযোগীরা এই বাছাই পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীকালে রাজ্য স্তরে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। প্রথম স্থানাধিকারীরা আগামী নভেম্বর মাসে রাজ্য স্তরে অ্যাথলেটিকস মিট যেটি কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত হবে সেখানে প্রতিযোগিতা করার সুযোগ পাবে।
এদিন মোট ৬৪ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। আগামী দিনে আরো ১০টি ইভেন্টের প্রতিযোগিতা হবে। সব মিলে মোট ৭৪ টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে প্রতিযোগীরা। ২৩৬ জন কিশোর-কিশোরী এদিনের এই বাছাই পর্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।