নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সরকারের কাছে একাধিক দাবি দাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করলেন দুর্গাপুর স্মল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বৈঠকে দুর্গাপুর নগর নিগম এলাকায় শিল্প তালুকগুলিকে পণ্যবাহিত গাড়িতে টোল না নেওয়ার দাবি সহ একাধিক সমস্যার কথাও তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের দাবি শিল্প চালানোর ক্ষেত্রে নানান সমস্যার কথা তাঁরা ইতিমধ্যেই রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও মলয় ঘটককে জানিয়েছেন। এবার সাংবাদিক বৈঠক করে তাঁদের সমস্যার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে চান তাঁরা। তাঁদের দাবি সরকারি নানা নীতি ও একাধিক কারণে ক্ষতির মুখে পরতে হচ্ছে ক্ষুদ্র শিল্পকে। এদিন বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগের কথা তুলে ধরেন ক্ষুদ্র শিল্প সংগঠনের সদস্যরা। আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা ।