নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সম্প্রতি শিল্প শহর দুর্গাপুরে মাত্রাতিরিক্ত দুষণ সবার কপালে চিন্তার ভাজ ফেলেছে। কলকারখানা থেকে অনবরত নির্গত বিষাক্ত ধোঁয়া আজ শহর দুর্গাপুরকে দেশের দূষন নগরীর মানচিত্রে আলাদা স্থান করে দিয়েছে। দিন দিন বেড়ে চলা এই বায়ু দূষণের কবলে শহরবাসী। বিশেষ করে ছোট ও বয়স্করা শ্বাসকষ্ট সহ ফুসফুস জনিত নানা রোগে ভুগছে। দেখা দিচ্ছে চোখের ও চামড়ার নানা সমস্যা। তাই এই শিল্পশহরকে কীভাবে গ্রীন সিটিতে পরিণত করা যায় তার চেষ্টা চালাচ্ছে বেশ কিছু বেসরকারি সংস্থা। তেমনই বেশ কিছু সংস্থাকে নিয়ে শুক্রবার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারী হোটেলে এদিন একটি সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করেছিল সুইচ অন নামে এক বেসরকারী সংস্থা। এদিনের সচেতনতা বৈঠকে ‘গ্রীন সিটি,ক্লিন সিটি’ শীর্ষক বিষয়ে পর্যালোচনার হয়। মূলত আগামী দিনে শহরকে স্বচ্ছ রাখতে কি ভাবে পরিকল্পনা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামে সভাপতি কবি ঘোষ ও আয়োজক সংস্থার আধিকারিকরা সহ শহরের একাধিক বিশিষ্ঠ ব্যাক্তিত্বরা।