eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে গর্ভবতী মহিলাদের র‌্যাম্প শো

দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে গর্ভবতী মহিলাদের র‌্যাম্প শো

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস। মায়েদের জন্য একটি দিন। তাঁদের অবদান, তাঁদের আত্মত্যাগ, তাঁদের সব কিছুর স্বীকৃতির জন্য দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। ব্যক্তিগত পরিসর থেকে শুরু করে বিভিন্ন সংগঠন নানা ভাবে নানান অনুষ্ঠানের মাধ্যমে মায়েদের সম্মান জানায়। তবে দুর্গাপুরের লাইফ সেল সংস্থার উদ্যোগে প্রতিবছর দিনটি উদযাপিত হয় একটু অন্যভাবে। যে সব মহিলারা মা হতে চলেছেন তাদের সঙ্গে নিয়ে উদযাপন করা হয় মাদার্স ডে দিনটি। তাঁদের নিয়ে আয়োজন করা হয় জাঁকজমক র‌্যাম্প শো।

লাইফ সেল সংস্থার তরফে মালবিকা ঘোষাল জানান তাঁরা ২০১২ সাল থেকেএই অভিনব শোয়ের আয়োজন করছেন। যেখানে মাতৃ দিবস উদযাপন করা হয় শহর ও শহর সংলগ্ন এলাকার মা হতে চলা মহিলাদের নিয়ে । আগামী রবিবার ১৪ মে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের নামকরা একটি বেসরকারি হোটেলেরে প্রেক্ষাগৃহে অনুষ্টিত হতে চলেছে এবারারে মাদার্স ডের এই বিশেষ অনুষ্ঠান, গর্ভবতী মহিলাদের র‌্যাম্প শো। এবারের র‌্যাম্প শোয়ে হাঁটতে দেখা যাবে আগত সন্তানের গর্বে গর্বিত প্রায় ৫০ জন মহিলাকে। যেখানে তাদের সম্মানিত করা হবে, বেস্ট স্মাইল, বেস্ট আই, বেস্ট হেয়ার, বেস্ট কাপল,বেস্ট বাম্প সহ নানা উপাধিতে।

মাদার্স ডে’তে সবাই যখন মায়েদের নিয়েই দিনটি উদযাপন করে তখন মা হতে চলা মহিলাদের নিয়ে মাদার্স ডের অনুষ্ঠান কেন? মালবিকা জানান মাতৃত্বকে উদযাপন করার জন্যই এই চিন্তাভাবনা। তাই দীর্ঘ একটা কঠিন সময় পেরিয়ে সন্তানের জন্ম দিতে চলা মহিলাদের নিয়ে এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন।

প্রতিবছরের মতো এবারও মাতৃ দিবসের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শহরের বিশিষ্ট চিকিৎসকরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments