eaibanglai
Homeএই বাংলায়ইস্পাত সংস্থা ও তার খনিগুলির নিরাপত্তা নিয়ে দুর্গাপুরে বিশেষ সেমিনার

ইস্পাত সংস্থা ও তার খনিগুলির নিরাপত্তা নিয়ে দুর্গাপুরে বিশেষ সেমিনার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা ও তার খনিগুলির নিরাপত্তা নিয়ে দুর্গাপুরে শুরু হয়েছে দু’দিনের বিশেষ সেমিনার। দুর্গাপুরের সিটিসেন্টারে এক বেসরকারি হোটেলে আয়োজিত এই সেমিনারে অংশ নিয়েছেন দেশের সমস্ত ইস্পাত শিল্পের উচ্চ আধিকারিক ও সি আই এস এফ-এর উচ্চ আধিকারিকগণ।

আলোচনা সভায় আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন ও জি পি এস-এর ব্যবহার করে কিভাবে নিরাপত্তা আরও উন্নত করা যায় ও অপরাধ দমন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও বার্ণপুর ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ বি পি সিং, সি আই এস এফ – এন ই এস-টু ইন্সপেক্টর জেনারেল সুধীর কুমার, অমিত শারন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সহ অন্যান্য আধিকারিকরা ।

আই জি সি আই এস এফ সুধীর কুমার এদিন জানান, এদিনের আলোচনা নিরাপত্তা বাহিনীকে আরও প্রযুক্তিগতভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধ দমনেও সাহায্য করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments