eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরবাসীকে বিয়ের আমন্ত্রণ জানাতে শহরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

দুর্গাপুরবাসীকে বিয়ের আমন্ত্রণ জানাতে শহরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরবাসীকে বিয়ের আমন্ত্রণ জানাতে শনিবার শহরে আসছেন টলিউডের তারকা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন বিকেলে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের জংশন মলে দেখা মিলবে এই দুই তারকা জুটির।

প্রসঙ্গত চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’- ছবির পোস্টার টিজার সামনে এসেছিল। সেখানে গ্র্যান্ড ওয়েডিং-এ পাত্র-পাত্রী দুই তারকা জুটির তরফে সকলকে রীতিমতো আমন্ত্রণ জানানো হয়েছিল । সকলেই ভেবেছিলেন পর্দায় বোধহয় আবার সাত পাকে বাধা পড়বেন দুই তারকা জুটি। কিন্তু ভুল ভাঙে পরবর্তী টিজারে। যেখান থেকে জানা যায় টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে সবার প্রিয় বুম্বাদার প্রেমে পড়ে তাকে বিয়ে করতে চলেছেন তাঁর অন্ধ ভক্ত ছবির নায়িকা ঋতুপর্ণা। যে চরিত্রে অভিনয় করেছেন ইপ্সিতা মুখোপাধ্যায়। কিন্তু বিয়ের পিড়িতে তাঁর ভুল ভাঙে। তাঁর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। যার নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা ঋষভ বসু। কিন্তু বিয়ের পর স্বামীকে ঋতুপর্ণা স্পষ্ট জানিয়ে দেয় সে শুধু প্রসেনজিৎ-কেই ভালোবাসে। শুরু হয় নব দম্পতির মধ্যে ঝগড়াঝাটি। ঋষভ কি পারবে হবু বউয়ের মান ভাঙাতে? সেই প্রশ্নের উত্তর মিলবে ২৫শে নভেম্বর। ওই দিনই বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

এই ছবির হাত ধরে বড় পর্দায় আসছে নতুন জুটি। ঋষভ বসু আর ইপ্সিতা মুখোপাধ্যায়। পাশাপাশি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় বুম্বাদাকে। বিশেষ অ্যাপিয়ারেন্সে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্তও। পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা। আর ছবির প্রযোজনা করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা।

একসঙ্গে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টলিউডের এই দুই মহাতারকা জুটি। মনোমালিন্যের জেরে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি, তবে ১৫ বছর পর ‘প্রাক্তন’ ছবিতে কামব্যাক করে এই সুপারহিট জুটি। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা যায় দুজনকে। এবার নতুন ভূমিকাতেও দুর্দান্ত সফল হবে এই জুটি, এমনটাই মনে করছেন এই জুটির ফ্যানেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments