eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ, হামলা ভাঙচুর বোমাবাজির অভিযোগ

দুর্গাপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ, হামলা ভাঙচুর বোমাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– তৃণমূলের গোষ্ঠীদ্বন্দকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের বেনাচিতির দেবীনগর এলাকায়। উঠল বাড়িতে হামলা ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ।

স্থানীয় তৃণমূল কর্মী পরিমল রায়ের অভিযোগ, তৃণমূলের ১৫ নম্বর ওয়ার্ডের কনভেনার গৌরাঙ্গ বাগদি ও স্থানীয় তৃণমূল নেতা বিট্টু সান্যালের অনুগামীরা গতকাল রাতে তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ শুধু বাড়ি ভাঙচুরই নয় রীতিমতো বোমাবাজিও করে তৃণমূলের ওই দুষ্কৃতীরা। বোমা বাজির শব্দ পেয়ে স্থানীয়রা বাইরে বেরোলে দুটি বাইকে করে আসা পাঁচজন দুষ্কৃতী চম্পট দেয়। ওই সময় পরিমলবাবু বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও দুই সন্তান সহ পরিবারের সকলেই বাড়িতে ছিলেন। ওই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা বিট্টু সান্যাল ও গৌরাঙ্গ বাগদি। তাদের পাল্টা দাবি জমি জমা সংক্রান্ত পুরোনো বিবাদ থেকেই ওই গন্ডগোল। ওই ঘটনার সঙ্গে তাদের ও দলের কোনও যোগাযোগ নেই।

যদিও তৃণমূল কর্মী পরিমল রায়ের দাবি তিনি গৌরাঙ্গ বাগদি ও বিট্টু সান্যালের অনুগামী এক তৃণমূল কর্মীকে টাকা ধার দিয়েছিলেন। কিছু টাকা শোধ করলেও পুরো টাকা না দেওয়ায় বাকি টাকা ফেরৎ দেওয়ার কথা জানান তিনি। এরপরই তাকে স্থানীয় তৃণমূল কার্যালয়ে গিয়ে দেনা পাওনা নিয়ে মিটমাট করার কথা জানায় ওই তৃণমূল কর্মী। সেই মতো পরিমলবাবু দলীয় কার্যালয়ে গেলে সেখানে ওই তৃণমূল কর্মীর সঙ্গে তার বচসা ও হাতাহাতি হয়। স্থানীয়রা সেই সময় বিষয়টি মিটমাট করে দিলেও ওই তৃণমূল কর্মী বার বার দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয় এবং তার পরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পুরো বিষয়টি জানিয়ে দুর্গাপুর থানায় অভিযোগও দায়ের করেছেন পরিমল রায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments