নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের জনসভা থেকে আদানি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন আসানসোলের তৃণমূল সাংসদের শত্রুঘ্ন সিনহা। এদিন তিনি সিটিসেন্টারের গান্ধী মেলা ময়দানে আয়োজিত বিশাল জনসভা থেকে মোদীকে আক্রমণ করে বলেন, “এতদিন পর্যন্ত আদানিদের হাওয়াই জাহাজে করে উড়ে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী। আদানি ও তাঁর শিল্প গোষ্ঠীকে পূর্ণ সহযোগিতা করেছেন দেশের প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীরা। কেন্দ্রীয় সরকার আদানির হাতে কেন্দ্রীয় সম্পত্তি তুলে দিয়ে দেশের মানুষকে বিপাকের মুখে ফেলতে চাইছেন। ভারতবর্ষের ইতিহাস এত বড় দুর্নীতি, এর আগে হয়নি। মাত্র ৪/৫ দিনে ১১ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, এই টাকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার। তবে এই দুর্নীতিতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন আমাদের দেশের যুবসমাজ , আমাদের দেশের মধ্যবিত্ত সমাজ, আমাদের পরিবারের মহিলারা। সবার স্বপ্ন কে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আদানি পরিবারের অনেকেই এর আগে দুর্নীতির দায় জেল খেটেছে। এমন কথা জানার পরেও কি করে তাদেরকে সহযোগিতা করা হয়।” এমনকি বিজেপি সরকারের আমলে বিজেপি ঘনিষ্ঠ আদানিকে ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতিবাজ বলেও আখ্যা দেন তিনি।
এদিন গান্ধী মোড় সংলগ্ন মেলা ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে আসানসোলের সাংসদ ছাড়াও উপস্থিত হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডীর চেয়ার পার্সন অনিন্দিতা মুখার্জী, তৃণমূল নেতা শিভ দাশন দাশু, প্রভাত চ্যাটার্জী, উজ্জ্বল চ্যাটার্জী সহ জেলার একাধিক নেতৃত্ব।