নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত ২ জানুয়ারি কলকাতায় নজরুল মঞ্চে দলীয় কর্মিসভায় “দিদির সুরক্ষা কবজ” জনসংযোগ যাত্রা কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন তৃণমূল কর্মীরা। যাতে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে যায় রাজ্যের সমস্ত মানুষের কাছে। কেউ যেন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। এবার এই কর্মসূচির জন্য উদ্যোগ গ্রহণ করলেন দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
এদিন তিনি এই কর্মসূচিকে সামনে রেখে একটি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি জানান প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী দিদির দূত হয়ে গ্রামে শহরে প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে যাবেন। উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে সকলেই পান। কেউ যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। আর এর জন্য লক্ষ্য মাত্রা রয়েছে ৩৩৪৩ টি গ্রাম পঞ্চায়েত এবং ১২৫ টি শহরাঞ্চলের ২ কোটি পরিবারের কাছে পৌঁছোনো। সাধারণ কর্মীদের পাশাপাশি বিধায়করাও পৌঁছে যাবেন মানুষের বাড়ি, বাড়ি। এলাকায় এলাকায় ঘুরে সেখানেই করবেন রাত্রিবাস। শুনবেন মানুষের কথা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে মানুষের কাছে জনসংযোগ যাত্রার মূল বিষয়বস্তু তুলে ধরার আবেদন জানান বিধায়ক।