eaibanglai
Homeএই বাংলায়রাতের আসানসোলে ফুটপাতবাসীকে পিটিয়ে খুন

রাতের আসানসোলে ফুটপাতবাসীকে পিটিয়ে খুন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- এক ভবঘুরেকে পিঠিয়ে খুন করার অভিযোগ উঠল এক পাগলের বিরুদ্ধে। ঘটনা আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন ফুটপাত এলাকার।

প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার রাতে ওই পাগল একটি লাঠি নিয়ে কার্যত তাণ্ডব করছিল গোটা রবীন্দ্র ভবন এলাকায়। সেই সময় হঠাৎ ফুটপাতে কম্বল ঢাকা দিয়ে শুয়ে থাকা এক ভবঘুরের উপর চড়াও হয় ওই পাগল। প্রথমে ওই ভবঘুরের কম্বল নিয়ে টানাটানি শুরু করে এবং পরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তাকে। বৃহস্পতিবার ভোরবেলায় পুলিশ গিয়ে মৃত ভবঘুরের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যদিও পুলিশের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ভবঘুরের।

এদিকে স্থানীয়দের অভিযোগ কয়েক দিন আগে এক সেলুনের কর্মীকে পিটিয়ে খুন করেছিল ওই পাগল। তখন ওই পাগলটিকে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ওই খুনে পাগল। ফলে রবীন্দ্র ভবনের কর্মী থেকে শুরু করে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কে রয়েছে। এখন প্রশ্ন উঠেছে বার বার খুনের ঘটনা ঘটালেও কীভাবে ওই পাগল বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments