নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে কলকাতায় রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাস্তা, আবাসন সহ ১০০ দিনের কাজের টাকা সহ প্রায় ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে সরব হয়েছে শাসক দলের নেতা কর্মীরা। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে জেলায় জেলায় চলছে কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ দপ্তরের পাশে ধর্না মঞ্চ করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দ্রুত কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাটার হুঁশিয়ারিও দেওয়া হয় ধর্না মঞ্চ থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্বরা। হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থকও।