eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মহিলা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা

দুর্গাপুরে মহিলা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে মহিলা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা। অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই অপহৃতা মহিলাকে উদ্ধার করল পুলিশ। দুর্গাপুরের পলাশডিহা থেকে অপহৃতা মহিলাকে উদ্ধার করা হয় মুর্শিদাবাদের সালার থেকে।

ঘটনা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ দুর্গাপুরের পলাশডিহায় এক প্রৌঢ়াকে বাড়ি থেকে রীতিমতো চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন মহিলা ও পুরুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি কোনো কিছু বোঝার আগেই দুটি গাড়ি উধাও হয়ে যায় ওই মহিলাকে নিয়ে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব হয়ে যান এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান দুটি বোলেরো গাড়িতে করে এসেছিল অপহরণকারীরা এবং দুটি গাড়িতে একাধিক পুরুষ ও মহিলা ছিল।

সূত্রের খবর অপহৃত মহিলার ছেলে বাপন মজুমদারকে অপহরণের ছক কষা হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তার মাকে অপহরণ করা হয়। অভিযোগ বাপন মজুমদার মুর্শিদাবাদের কিছু ব্যক্তির কাছ থেকে ডিভিসিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় তারা টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় অপহরণের সিদ্ধান্ত নেয় প্রতারিতরা।

অন্যদিকে অপহরণের ঘটনার পরপরই খবর দেওয়া হয় পুলিশে। বিষয়টি জানতে পেরেই তৎপরতা শুরু করে পুলিশ এবং সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী সমস্ত জেলায় খবর পাঠায়। অবশেষে মুর্শিদাবাদের সালারে ওই দুটি গাড়িকে আটক করে সেখানকার পুলিশ। উদ্ধার হয় অপহৃতা মহিলা। ইতিমধ্যেই দুর্গাপুর থেকে একটি পুলিশের টিম মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। ডিসিপি পূর্ব কুমার গৌতম জানান যে অপহৃতা মহিলা সহ আটক ব্যাক্তিদের দুর্গাপুরে আনা হচ্ছে। তবে কতজনকে আটক করা হয়েছে , সেটা দুর্গাপুর পৌঁছানর পরই জানা যাবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments