eaibanglai
Homeএই বাংলায়"জন হেনরি"-রা আসছেন দুর্গাপুরে

“জন হেনরি”-রা আসছেন দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ২৪ ডিসেম্বর দুর্গাপুরের ইস্পাত নগরীর ‘নেহরু স্টেডিয়ামে ‘ অনুষ্ঠিত হতে চলেছে ‘শ্রমিক মিলনোৎসব-২০২৩’। আর সেখানেই উপস্থিত থাকবেন সম্প্রতি উত্তরকাশীর সুড়ঙ্গ দুর্ঘটনায় ১৮ দিন ধরে আটক থাকা ৪১ জনের শ্রমিকদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা মানিক তালুকদার। এর পাশাপাশি উপস্থিত থাকনে ওই উদ্ধার অভিযানের দুই সদস্য ভাকিল হাসান ও মুন্না কুরেশি। এর মধ্যে মুন্না কুরেশিই প্রথম উদ্ধারকারী যিনি সুড়ঙ্গে প্রবেশ করতে সক্ষম হন।

এদিনের এই মিলনোৎসব উপলক্ষ্যে সকাল ৮.৩০ তে উপস্থিত বিশেষ অতিথিদের নিয়ে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালি এ-জোনের আশিস মার্কেটের শহীদ বেদী থেকে শুরু হয়ে বিজোনের ১ নম্বর বিদ্যাসাগর এভিন্যুতে ডিএসপি-র ইউনিয়ন অফিস, চন্ডীদাস খোলা মার্কেট, তিলক রোডের এএসপির ইউনিয়ন অফিস হয়ে নেহরু স্টেডিয়ামে শেষ হবে। সেখানে বিশেষ অতিথিদের সম্মান জানানো হবে এবং অতিথিরা তাদের রোমহর্ষক অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরবেন।

এছাড়াও এই শ্রমিক মিলনোৎসবে স্বাস্থ্য শিবির, খেলাধূলা, কুইজ ও খাওয়াদাওয়া ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে স্থানীয় প্রতিভারা অংশগ্রহন করবেন।

অন্যদিকে এই উৎসবকে সফল করতে উপস্থিত থাকবেন রাজ্যের অত্যন্ত লড়াকু এবং বস্তুত একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments