নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের যৌনপল্লীতে থেকে আটক দুই বাংলাদেশি তরুণী সহ এক দালাল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড।
জানা গেছে এদিন দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোড যৌণ পল্লীতে এদিন অপরিচিত এক যুবক দুই তরুণীকে যৌণ কর্মীর পেশায় যুক্ত করার জন্য দুর্বার সমিতিতে ভুয়ো আধার কার্ড জমা দেয়। আধার কার্ড দেখে সন্দেহ দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের। পাশাপাশি দুই তরুণী নাবালিকা বলেও সন্দেহ হয় তাদের। এরপর তারা দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা দুজন বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। বিষয়টি ওয়ারিয়া ফাঁড়িতে জানান দুর্বার সমিতির সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও দুই তরুণী সহ দালাল যুবককে আটক করে থানায় নিয়ে যায়।