নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের মধ্যে জাতীয় সড়কের ধাঁচে চার লেনের সড়ক তৈরি হতে চলেছে। শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের গান্ধীমোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত এই রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে এডিডিএ। তবে সম্পূর্ণ প্রকল্পটি কয়েকটি ফেজ বা ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ফেজে কাজ হবে সিটিসেন্টারের গান্ধী মোড় থেকে এমএএমসির শিব মন্দির পর্যন্ত। যার জন্য খরচ হবে প্রায় পাঁচ কোটি টাকা।
শনিবার এই কাজের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সিইও রাজু মিশ্রা সহ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই, প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা।
চার লেনের এই রাস্তায় থাকবে হাঁটার পথ । রাস্তায় ধারে পথবাতির পাশাপাশি থাকবে জায়গায় জায়গায় কিয়স্ক ও দূষণ নিয়ন্ত্রণের জন্য গাছ গাছালি ঘেরা এরাধিক বাগান। আগামী দিনে এই রাস্তা দুর্গাপুরের লাইফ লাইন হিসেবে পরিচিতি পাবে বলে দাবি করেন এডিডিএ’এর চেয়ারম্যান কবি দত্ত। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ রাস্তাটি তৈরি হলে শহরের যানবাহনের চাপও যেমন কমবে তেমনি,মানুষের যাতায়াতেরও অনেক সুবিধা হবে এমনকি দুর্ঘটনাও কম হবে বলে আশা প্রকাশ করেন এডিডিএ চেয়ারম্যান।
অন্যদিকে সাংসদ কীর্তি আজাদ বলেন, “সারা রাজ্যজুড়ে রাজ্য সরকার যেভাবে উন্নয়নমূলক কাজ করছে তাতে চরম উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা,বার্ধক্য ভাতা সবই দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এলাকায় এলাকায় উন্নয়নের কাজও করছে সরকারি সংস্থাগুলি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদও একইভাবে মানুষের সেবায় নিযুক্ত রয়েছে।”