eaibanglai
Homeএই বাংলায়কিশোরীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দুর্গাপুরে পথে নেমে প্রতিবাদ আদিবাসী সমাজের

কিশোরীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় দুর্গাপুরে পথে নেমে প্রতিবাদ আদিবাসী সমাজের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রামপুরহাটে সপ্তম শ্রেণীর আদিবাসী কিশোরীকে নৃশংসভাবে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে পথে নেমে গর্জে উঠল দিশম আদিবাসী গাঁওতা, পশ্চিম বর্ধমান জেলা কমিটি। “আদিবাসী মা-বোনেদের উপর বারবার অত্যাচার চলবে না” লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে প্রতিবাদে সরব হলেন আদিবাসী সমাজের মানুষজন।

তাদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী কন্যা ও নারীদের ওপর ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনা ঘটছে, অথচ দোষীরা অধিকাংশ সময়েই আইনের ফাঁক গলে পালিয়ে যাচ্ছে। রামপুরহাটের সাম্প্রতিক ঘটনাই তার দৃষ্টান্ত।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৮ আগস্ট টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সপ্তম শ্রেণীর ওই কিশোরী। প্রায় ২০ দিন পর এক পরিত্যক্ত ডোবায় মেলে তার দেহের খণ্ডিত অংশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ স্থানীয় স্কুলশিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ এখনও তদন্তাধীন। দেহ এতটাই পচে গিয়েছিল যে প্রমাণ সংগ্রহ কঠিন।

দিশম আদিবাসী গাঁওতার নেতৃত্বদের মতে এই প্রতিবাদ ও লড়াই কেবল এক কিশোরীর ন্যায়ের লড়াই নয়, বরং সমগ্র আদিবাসী সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার লড়াই।

দিশম আদিবাসী গাঁওতার জেলা নেতৃত্বেরা এদিন জানান, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংগঠনের রাজ্য পর্যবেক্ষক বুবুন মান্ডি বলেন,”যদি সরকার ও প্রশাসন দ্রুত এবং কঠোর পদক্ষেপ না নেয়, তবে এই প্রতিবাদ সীমানা ছাড়িয়ে বৃহত্তর আন্দোলনে পরিণত হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments