নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ধারাবাহিক নজরদারির পাশাপাশি আসন্ন দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে উৎসবের সময়ে শহরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই বাড়তি নজরদারি শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই নজরদারির সময় চুরি ও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১০ দুষ্কৃতীকে গ্রেফতার করলো দুর্গাপুর থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সবুজ নগর লাগোয়া জঙ্গল থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে ধৃতদের প্রত্যেকের কাছ থেকে রড, দড়ি, চেন, দরজা ভাঙার শাবল ও তালাকাটার যন্ত্র, ভোজালি উদ্ধার হয়েছে। পাশাপাশি তিনটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কালীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে অনেকেই এই সময় ঘর ফাঁকা রেখে দেশের বাড়ি, আত্মীয়দের বাড়ি বা অন্যত্র ঘুরতে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা চুরি ডাকাতির ছক কষেছিল। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।