নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার ৪ঠা এপ্রিল দুর্গাপুরের শ্রী অরবিন্দ সোসাইটির শাখা কেন্দ্রে উদযাপিত হল শ্রী অরবিন্দের দিব্যাংশ সংস্থাপনার ২৪ তম বর্ষ। প্রতি বছর এই দিনটি নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে পালন করেন আশ্রম কর্তৃপক্ষ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। শাখার প্রিপেটরি স্কুলের ছাত্র-ছাত্রীরা, যোগ বিভাগের সকলেই অনুষ্ঠানে যোগ দিয়ে দিনটি উদযাপন করেন।
প্রসঙ্গত ২০০১ সালের ৪ ঠা এপ্রিল পন্ডিচেরি থেকে ঋষি অরবিন্দের দিব্যাংশ নিয়ে এসে দুর্গাপুরের শাখা আশ্রমে প্রতিস্থাপিত করা হয় এবং সমাধি নির্মাণ করা হয়। সেই থেকে আজকের এই দিনটি আশ্রমের পক্ষ থেকে উদযাপিত করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে।
এদিন সোসাইটির সদস্যরা ঋষি অরবিন্দের পুণ্য সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি নানা সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল । এছাড়াও এদিন “নিউ ডাইমেনশন ” নামে একটি ম্যাগাজিনের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান বিনয় কুমার বাজারি।
এদিনের এক আলোচনা সভায় শ্রী অরবিন্দের সমাজ ভাবনা দেশপ্রেম ও আধ্যাত্মিক জীবনের নানা বিষয় তুলে ধরেন উত্তরপাড়া গার্লস কলেজের অধ্যাপিকা রিমা ঘোষ।
শ্রী অরবিন্দ সোসাইটির দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক বিকাশ রায় এদিন বলেন, “বিপ্লবী ঋষি অরবিন্দর মানব প্রেম ও দিব্য চেতনা নিয়ে গবেষণা চলছে সারা বিশ্ব জুড়েই।”
জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আজকে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ঋষি অরবিন্দের দিব্যাংশ সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের অরবিন্দ শাখার প্রতিনিধিগণও।





