eaibanglai
Homeএই বাংলায়অগ্রহায়ণ অমাবস্যায় অনুষ্ঠিত হল ভিড়িঙ্গি শ্মশান কালী মায়ের বাৎসরিক পুজো

অগ্রহায়ণ অমাবস্যায় অনুষ্ঠিত হল ভিড়িঙ্গি শ্মশান কালী মায়ের বাৎসরিক পুজো

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার অগ্রহায়ণ অমাবস্যায় অনুষ্ঠিত হল দুর্গাপুরের ঐতিহ্য়বাহী ভিড়িঙ্গি শ্মশান কালী মায়ের বাৎসরিক পুজো। এ বছর এই পুজো পদার্পণ করল গৌরবময় ১৭৪ বছরে। প্রতি বছরের মতো এদিনও মায়ের পুরনো বিগ্রহ নিরঞ্জন করা হয় এবং নবরূপে শ্যামা মাকে স্বর্ণালংকারে ও পুষ্প মালায় সাজিয়ে তোলা হয়। সকাল থেকেই শুরু হয় ভোগ আরতি।

বাৎসরিক পুজো উপলক্ষ্যে এদিন দিনভর ভক্তদের ভিড় ছিল উপচে পড়া। যার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল দণ্ডী কাটার আচার। ভক্তদের বিশ্বাস মন থেকে মাকে ডাকলে মা তাঁর মনস্কামনা পূরণ করেন। প্রসঙ্গত প্রতিদিনই অসংখ্য মানুষ মায়ের কাছে ছুটে যান মায়ের পায়ে পুজো নিবেদন করতে ও মায়ের আশীর্বাদের আশায়। তবে বাৎসরিক পুজোর দিন সেই ভক্তি ও বিশ্বাস আরও অনেকগুণ বেড়ে ওঠে। ভক্তদের মতে এদিন ভিড়িঙ্গি কালী মা নিজেই আশীর্বাদের হাত বাড়িয়ে দেন সকলের প্রতি।

রাজ্যের অন্যতম প্রাচীন এই শক্তিপীঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার হোম-যজ্ঞ ও বিশেষ আরতিতে অংশ নিয়েছেন। এছাড়াও বহু তারকা, শিল্পী, সমাজসেবী থেকে বিশিষ্ট মানুষ মায়ের কাছে প্রার্থনা করতে ছুটে গেছেন বার বার। ভিড়িঙ্গি মায়ের ঐতিহ্য, অলৌকিকতা এবং শক্তির মাহাত্ম্য বহু বছর ধরেই ভক্তদের আকর্ষণ করে আসছে।

অন্যদিকে এদিনের বাৎসরিক পুজো উপলক্ষ্যে ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। মন্দির জুড়ে সিসিটিভি নজরদারির পাশাপাশি বসানো হয়েছিল পুলিশি সহায়তা কেন্দ্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments