নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীর্ষ আদালতের রায়ে ২০১৬ এসএসসির প্যানেল বাতিলের নির্দেশের জেরে চাকরি হারানোর পথে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা, জল্পনা। এবার এই ঘটনার জন্য় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে দায়ী করে পথে নামল বিরোধীরা।
এদিন বিতেলে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের নেতৃত্বে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা।
এদিন বিধায়ক অভিযোগ করে বলেন,”রাজ্য সরকার সঠিক রিপোর্ট পেশ করেনি সুপ্রিম কোর্টে। সেই জন্য অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি চলে গেল। এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর আর তৃণমূল সরকারের। আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। লাগাতার আন্দোলন করবো।”