নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ম্যাক্সমুলার পথের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। ঘটনায় একজন গুরুতর জখম হয়েছে। তাকে গান্ধী মোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে ম্যাক্সমুলার পথের ওই বাড়িতে অবৈধভাবে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং-এর কারবার চলে। এদিন রিফিলিং-এর প্রক্রিয়া চলাকালীন আচমকাই ঘটে যায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। চারিদিকে ঝাঁঝাল ধোঁয়া ছড়িয়ে পড়ে। গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ সোম। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিফিলিং-এর কাজ করা এক কর্মী আজাদ খান জানান,এক্সটিংগুইশারটি পুরনো ছিল। নাইট্রোজেন গ্যাস ভরার সময় অতিরিক্ত চাপে তা ফেটে যায়।
স্থানীয়দের অভিযোগ বহুবার বাড়ি মালিককে ওই কাজ বন্ধ করার আবেদন জানিয়েও কোন কাজ হয়নি। এর আগে বেশ কয়েকবার গ্যাস লিকের মতো ঘটনা ঘটেছে। বহুদিন ধরেই তারা বিস্ফোরণের মতো দুর্ঘটনার আশঙ্কাও করছিলেন। অবশেষে সেই আশঙ্কা সত্যি হল বলে জানান এক প্রতিবেশীরা
অন্যদিকে এভাবে বহু মানুষের জীবন সংশয়ের ঝুঁকি নিয়ে আবাসিক এলাকায় বাড়ির মধ্যে কীভাবে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং করার কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার সঙ্গেই উঠেছে প্রশাসনিক নজরদারির বিষয়টিও। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





