নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার ভোর রাতে শহরে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি নার্সারিতে ঢুকে উল্টে গেল চারচাকা গাড়ি। ঘটনা দুর্গাপুরের স্টিল টাউনশিপের হোস্টেল এভিনিউ এলাকার। যদিও দুর্ঘটনার জেরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হোস্টেল এভিনিউ ও লালা লাজপত রায় রোড সংলগ্ন নার্সারির ভিতর উল্টে পড়ে রয়েছে একটি চারচাকা গাড়ি। খবর যায় দুর্গাপুর থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ,ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।
দুর্ঘটনার জেরে গাড়টি তুবড়ে যায়। পুলিশের অনুমান ভোর রাতে ফাঁকা রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত দ্রুত গতিতে থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নার্সারিতে ঢুকে পড়ে বলে অনুমান। স্থানীয়দের মতে ভোর রাতের দিকে দুর্ঘটনাটি ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ব্যস্ততম ওই রাস্তায় দিনে দুপুরে দুর্ঘটনাটি ঘটলে হতাহতের ঘটনা ঘটতে পারতো। বিশেষ করে কাছেই রয়েছে একটি স্কুল। ওই রাস্তা দিয়ে স্কুলের বাস, গাড়ির পাশাপাশি লালা লাজপত রায় রোড দিয়ে মিনিবাসও যাতায়াত করে।
গাড়ির চালকের খোঁজ না মিললেও গাড়িটি স্থানীয় বেনাচিতি এলাকার বলেই ধারণা স্থানীয়দের। গাড়ির নম্বর প্লেট খতিয়ে দেখে গাড়ি মালিকের খোঁজ শুরু করেছে পুলিশ।





