নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ দুবাইয়ের মাটিতে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যা নিয়ে উত্তেজনা চড়মে দেশবাসীর। ভারত যেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে সেই আশা ও অপেক্ষায় সকলের। কিন্তু ভারতে হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি আসার আগেই এসে গেল দুর্গাপুরে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টান টান উত্তেজনার মধ্যেই দুর্গাপুরে দেখা মিলল সেই ট্রফির। দুর্গাপুরের দুর্গাপুর থানার পাশেই রয়েছে মিষ্টির দোকান, আর সেখানেই রবিবার সকাল থেকে দেখা মিলছে চ্যাম্পিয়ন্স ট্রফির।
মিষ্টির কারিগরের এই কাণ্ড দেখে সবাই হতবাক । এক ঝলক দেখে বোঝার উপায় নেই আস্ত ট্রফিটা আসলে একটা মিষ্টি। জানা গেল এই মিষ্টির ট্রফি তৈরি করতে সময় লেগেছে তিন দিন। তৈরি করতে লেগেছে ১০কেজি ছানা আর খোয়া। খরচ হয়েছে ১০হাজার টাকা।
মিষ্টি দোকানের মালিক ক্রিকেট প্রেমী দীপক নাথ জানান দেশকে ভালোবাসেন এবং ক্রিকেটও ভালোবাসেন। সেই ভালোবাসা থেকেই এই মিষ্টির ট্রফি তৈরির সিদ্ধান্ত। তবে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি তৈরি করেই ক্ষান্ত হননি দীপকবাবু। খেলার দিনে রেখেছেন বিশেষ অফার। বিরাট কোহলি আর রোহিত শর্মা যতক্ষণ পিচে থাকবেন ততক্ষণ আবার কম থাকবে পনিরের দাম। পনিরের দাম থাকবে ২৮০ টাকা কেজি। সবার মতো তিনিও চান এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিক ভারত।





