eaibanglai
Homeএই বাংলায়উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের দিকে হাত বাড়াল দুর্গাপুর চেম্বার অফ কমার্স

উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের দিকে হাত বাড়াল দুর্গাপুর চেম্বার অফ কমার্স

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের দিকে হাত বাড়িয়ে দিলেন দুর্গাপুরের ব্যবসায়ীরা । বুধবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠক করে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করল দুর্গাপুর চেম্বার অফ কমার্স। পরে আরও কিছিু সাহায্য়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, সহ-সভাপতি ও সদস্যরা।

দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত বলেন “এই সপ্তাহেই অনুদানের চেক রাজ্যের পঞ্চায়েত, সমাবায় ও গ্রামোন্নয়ণ দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের হাতে তুলে দেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য।”

বৈঠকে উপস্থিত কবি দত্ত বলেন, “ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এই মানবিক উদ্যোগের সঙ্গে আমরা সকলেই একাত্ম। শিল্পনগরীর ব্যবসায়ীরা সবসময় সমাজের পাশে থেকেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।” পাশাপাশি তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় কার কি সাহায্য়ের প্রয়োজন তা এতদূর থেকে জানা কঠিন। কিন্তু রাজ্য সরকারের কাছে সঠিক তথ্য রয়েছে কোথায় কি ত্রাণ প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল অর্থদান করা হচ্ছে। সরকার প্রয়োজন মতো তা ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments