নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাস্তা জুড়ে বড় গর্তে জল জমে দুর্গাপুরে জাতীয় সড়কের সার্ভিস রোড যেন পরিণত হয়েচে ছোট নদীতে। আর জমা জলের মধ্যে দিয়েই প্রাণ হাতে নিয়ে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এই পরিস্থিতিতে কাঁকসার মুচিপাড়া থেকে বাঁশকোপার যাওয়ার রাস্তার সার্ভিস রোড থেকে জল নিকাশির উদ্যোগ নিল সিএমইআরআইএর বিজ্ঞানীরা। প্রসঙ্গত, জল নিকাশিতে এই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করে ফেলেছেন অত্যাধুনিক মেশিন। এদিন তারা সার্ভিস রোডের পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শন করেন। এই পরিদর্শনে তাঁদের সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরাও।
কেন্দ্রীয় গবেষণাগারের এক বিজ্ঞানী অবিনাশ কুমার যাদব বলেন,”আমরা পরিদর্শন করলাম এই জায়গাটি। কি করে জল নিকাশি করা যায় পর্যালোচনা করা হবে। সি এম ই আর আই অভ্যন্তরীণ নিকাশী নালা থেকে কিভাবে জল বের করা যায় সেই নিয়ে গবেষণা চলে। তবে খোলা জায়গা থেকে কিভাবে জল বের করা সম্ভব হবে সেই নিয়ে গবেষণা করা হবে। তারপরেই জল নিকাশির ব্যবস্থা করা হবে।”
স্থানীয়রা জানান ওই জমা জলে গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকেরই গাড়ি খারাপ হয়ে গেছে। তারা বার বার ওই রাস্তা সংস্কারের আবেদন করেছেন। অবশেষে কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা জল নিকাশিতে উদ্যোগ নেওয়ায় সমস্যা সমাধানের আশা দেখছেন তাঁরা।





