eaibanglai
Homeএই বাংলায়সিটিসেন্টারের রাস্তা থেকে মহিলার গলার সোনার হার ছিনাতাই, উদ্বেগ

সিটিসেন্টারের রাস্তা থেকে মহিলার গলার সোনার হার ছিনাতাই, উদ্বেগ

সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের রাস্তা থেকে মহিলার গলার সোনার হার ছিনাতই। পালাতে গিয়ে পাকরাও এক কিশোর। পলাতক তিন দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাবাসীর মধ্যে। উঠেছে রাতের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। প্রশ্ন উঠছে পুলিশ ভূমিকা নিয়েও।

জানা গেছে সোমাবার রাতে সিটিসেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তার দুই বন্ধুর সঙ্গে স্থানীয় ডেইলি মার্কেটে বাজার করে ফিরছিলেন। তনুদেবী দুজনের মাঝখানে হাঁটছিলেন। সেই সময় বিদিসা বাসস্ট্যেন্ড এলাকায় তাদের কাছে একটি চারচাকা গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নেমে তাদের পিছু নেয় ও তনুদেবীর গলার হার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। যদিও তনুদেবী গলার হারটি ধরে ফেলেন। অন্যদিকে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় এক কিশোরকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধরা পড়া কিশোরটি বর্ধমানের বাসিন্দা। এছাড়া পালাতক তিন দুষ্কৃতীর খোঁজ শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অন্যদিকে এদিনের ঘটনার পর এলাকার নিরাপত্তাপ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জানা গেছে ওই একই এলাকা থেকে কিছুদিন আগেই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। পর পর ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার মানুষ। তাঁদের প্রশ্ন তাহলে কি দুষ্কৃতীদের ভয়ে রাত নামলে আর বাইরে বেরনো যাবে না? পাশাপাশি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments