সংবাদদাতা,দুর্গাপুর ও আসানসোলঃ- “অপারেশন সিন্দুর” এর ব্রিফিং করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে ভারতীয় সেনার অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে। সম্প্রতি তাঁকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়ান মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। এই মন্তব্যের পর দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। দেশজুড়ে ওঠে নিন্দার ঝড়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাই কোর্ট। এই মন্তব্যের জন্য বিজয় শাহকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও। এর পরেও অবশ্য বিতর্ক থামেনি। দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপির ওই মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী কংগ্রেস। মন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন থানায় এফআইআর দায়ের কর্মসূচি শুরু করেছে তাঁরা।
শনিবার দুর্গাপুর শহরেও দেখা গেল সেই রেশ। পথে নেমে প্রতিবাদে সরব হয় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে গতকাল ও আজ বিজেপি নেতা ও মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে দুর্গাপুর থানা, নিউটাউনশিপ থানা, কোকওভেন থানা, কাঁকসা থানা, অন্ডাল থানা, জামুরিয়া থানা, আসানসোল থানা, কুলটী থানা সহ সর্বত্র এফআইআর দায়ের করা হয়। এই কর্মসূচিগুলিতে সংশ্লিষ্ট ব্লকের কংগ্রেস সভাপতিরা ও জেলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আসানসোলেও চলে কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি। এদিন আসানসোলের কুলটি থানায় এফআইআর দায়ের করেন কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাস। তিনি বিজেপি নেতা তথা মন্ত্রীকে তীব্র ধিক্কার জানিয়ে বিজেপি সরকারকেও একহাত নেন। তিনি বলেন, “ইংরেজদের মতো বিজেপিও ডিভাইড অ্যান্ড রুল পলিশিতে হিন্দু মুসলিমের মধ্য দ্বন্দ্ব তৈরি করে দেশে রাজত্ব করতে চাইছে।”





