eaibanglai
Homeএই বাংলায়নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ সাংসদের

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ সাংসদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূল প্রার্থী হয়ে গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়ী হন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। এবার নিজের কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিৎ করতে বিশেষ উগোদ নিলেন সাংসদ। নিজের সাংসদ তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর,কাঁকসা ও পূর্ব বর্ধমানের বুদবুদ থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছেন তিনি। এদিন এবিষয়ে দুর্গাপুর থানার ডিসিপি অফিসে সাংসদকে নিয়ে একটি সাংবাদিক বৈঠকে করে এবিষয়ে জানান পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। উপস্থিত ছিলেন ডিসিপি অফিসেক গুপ্তা, এসিপি সুবীর রায় সিআইএ রণবীর বাগ দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে সহ পুলিশ কর্মীরা।

পুলিশ কমিশনার জানান উপরোক্ত এলাকাগুলিতে ৭৮টি জায়গায় মোট ২৫১টি ক্যামেরা লাগানো হবে। এর ফলে পুলিশের তদন্তের কাজে সুবিধা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে সাংসদ জানান,যে কোনো সভ্য সমাজের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিৎ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই বিষয়টি মাথায় রেখেই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে যে লোকেশনে ক্যামেরা লাগানো হবে সেগুলি হলঃ- কোক ওভেন থানায় – ৬৭টি, দুর্গাপুর থানায় – ৮০টি, কাঁকসা থানায় – ৬২টি, এনটিএস থানায় –৩০টি , বুদবুদ থানায় –১২টি।

প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় বর্তমানে ১০০০টি ক্যামেরা রয়েছে। তার মধ্যে দুর্গাপুর শহরেই রয়েছে ৬০০টি ক্যামেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments