নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে শুরু হল অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট “বেঙ্গল কাপ ২০২৫”। যেখানে রাজ্যের ১৬টি জেলা অংশগ্রহণ করেছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ১২অক্টোবর পর্যন্ত। এই ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি জেলার মধ্যে রয়েছে দুই বর্ধমান, পুরুলিয়া ,বাঁকুড়া ,দুই মেদিনীপুর, শিলিগুড়ি, দার্জিলিং, হাওড়া, হুগলি, বীরভূম, দুই চব্বিশ পরগনা । টুর্নামেন্টে বিজয়ীদের জন্য উইনার কাপের পাশাপাশি রয়েছে নগদ পুরস্কারের ব্যবস্থা। উইনার টিম পাবে, চার লক্ষ টাকা এবং রানাস টিম পাবে ৩ লক্ষ টাকা। দুটো সেমিফাইনালে যে টিম অংশগ্রহণ করবে তারা পাবে ১৫ হাজার টাকা। ম্যান অব দ্যা সিরিজকে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি । এছাড়াও টুর্নামেন্ট ঘিরে রয়েছে নানা আকর্ষণীয় পুরস্কার।





