eaibanglai
Homeএই বাংলায়সঙ্গীত ও সঙ্গত অ্যাকাডেমির ৪র্থ বার্ষিক উৎসব

সঙ্গীত ও সঙ্গত অ্যাকাডেমির ৪র্থ বার্ষিক উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সংগীত শিক্ষা কেন্দ্র, ‘ সঙ্গীত ও সঙ্গত ‘অ্যাকাডেমির ৪র্থ বাৎসরিক সাংস্কৃতিক উৎসব পালিত হল ১৭ই জানুয়ারি সন্ধ্যায় সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল সম্মেলক কন্ঠে বেদ গান, রবীন্দ্র সংগীত, আধুনিক বাংলা গান ইত্যাদি। ছিল সমবেতভাবে যন্ত্রসঙ্গীতের পরিবেশন-ও। আমন্ত্রিত সংস্থা দুর্গাপুর রম্যবীণা, সঙ্গীতায়ন, মধুরিমা এবং কথা ও কাহিনীর শিল্পীরাও তাদের বৈচিত্র্যময় অনুষ্ঠান নিবেদন করেন। সর্বশেষ আকর্ষণ ছিল উদ্যোক্তা সংস্থার শিল্পীদের নিবেদন-গীতিনাট্য ‘বাল্মিকী প্রতিভা ‘।সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পাপিয়া চট্টোপাধ্যায় এবং দেবাশীষ চট্টোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments