eaibanglai
Homeএই বাংলায়জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে শনিবার জাঁকজমকভাবে অনুষ্ঠিত হল দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “ওজস্”। স্কুলের প্রেক্ষাগৃহেই আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় আমন্ত্রিত অতিথিদের তিলক পরিয়ে চারা গাছ প্রদান করে। তারপর গায়ত্রী মন্ত্র সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন অতিথিগণ।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ট্রাফিক ভি জি সতীশ পশুমার্থী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি মেইন হসপিটালের সিএমও ডঃ আশিস চ্যাটার্জি ও প্রফেসর মধুমিতা জাজোদিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএভি এল এম সি চেয়ারম্যানএস কে পাল, ডিএভি এল এম সি ম্যানেজার এন কে মোহান্তা, ডিএভি এল এম সি সদস্য ও স্থানীয় বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ও ডিএভি পশ্চিমবঙ্গ শাখার বিভিন্ন প্রিন্সিপাল মহোদয়গণ।

অনুষ্ঠানের শুরুতে স্কুল কয়্যার গ্রুপ উদ্বোধনী সংগীত পরিবেশন করে। এরপর শুরু হয় শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল ভাবনা ছিল “একম বিশ্ব, একম হৃদয়ম্” অর্থাৎ “এক বিশ্ব এক মন”। এই মূল ভাবনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নৃত্য নাটক, আবৃত্তি, প্রাদেশিক নৃত্য ইত্যাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশিত করে যা দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। এরপর অতিথিগণ শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য পুরস্কার ও শংসাপত্র তুলে দেন।

উচ্চ প্রাথমিক বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান ছিল মঞ্চে সরাসরি ছবি আঁকা। ২৫ জন শিক্ষার্থী মাত্র পাঁচ মিনিটের মধ্যে অনুষ্ঠানের মূল বিষয়কে ( “এক বিশ্ব, এক হৃদয়”) নিয়ে চিত্র অঙ্কন করে যা দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।


এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি ও এএসপির এক্সিকিউটিভ ডিরেক্টর, এইচ.আর সুস্মিতা রায় এবং দুর্গাপুর উইমেন্স কলেজের প্রিন্সিপাল ডঃ মহানন্দা কাঞ্জিলাল ও এনআইটি দুর্গাপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর নির্মল কুমার রায়।

এদিনের অনুষ্ঠানের বাড়তি পাওয়া ছিল সম্মানীয় অতিথিগণের প্রেরণামূলক ভাষণ। এর পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষা তথা পশ্চিমবঙ্গ ডি এ ভি সংস্থার আঞ্চলিক নির্দেশিকা পাপিয়া মুখার্জি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments