নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রকাশিত হয়েছে এ বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। আর এই ফল প্রকাশের পরই শহরের ইরেজি মাধ্যম স্কুলগুলির মধ্যে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের নাম সামনের সারিতে উঠে এসেছে। এই স্কুলের ছাত্র ছাত্রীরা দশম ও দ্বাদশ দুই শ্রেণিতেই নজরকাড়া সফলতা অর্জন করেছে।
স্কুলের ফলাফলে দেখা যাচ্ছে ২০২৫ সালের এসএসসিই (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অঙ্কিতা রজক ৯৯.২% নম্বর পেয়ে স্কুলে টপার হয়েছে। আদ্রিজা হালদার এবং ত্রিপর্ণা মুখার্জি ৯৭.৬% পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তুষার সোমানি ৯৭.৪% পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
অন্যদিকে অনুরিত সিনহা মহাপাত্র ২০২৫ সালের এসএসই( দশম শ্রেণি) পরীক্ষায় ৯৮.৬% নম্বর পেয়ে স্কুল টপার হয়েছে। অন্বেষা মণ্ডল ৯৮.৪% পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং দেবমাল্য রায় ৯৮.২% পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।
এবছরের এসএসসিই ও এসএসই পরীক্ষায় ডিএভি দুর্গাপুর স্কুলের সাফল্যের কিছু তথ্য তুলে ধরা হলঃ-
এসএসসিই (দ্বাদশ শ্রেণি)-তে স্কুলের ফলাফল অত্যন্ত চিত্তাকর্ষক যেখানে ১২৯ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে এবং ৪৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে তাদের ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করে একশোয় একশো নম্বর পেয়েছে। যেখানে স্কুলের গড় নম্বর দাঁড়িয়েছে ৮১.৩৬শতাংশ।
এসএসই( দশম শ্রেণি)-তে ১৭০ জন শিক্ষার্থী ৯০শতাংশ এবং তার বেশি নম্বর পেয়েছে এবং ৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০০ পেয়েছে। যেখানে স্কুলের গড় দাঁড়িয়েছে ৮৪.৬শতাং।
ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরের দ্বাদশ ও দশম দুই শ্রেণির পড়ুয়ারাই স্কুলের তত্ত্বাবধানে তাদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে। যা স্কুলের নাম উজ্জ্বল তো করেইছে, পাশাপাশি এই ফল প্রমাণ করছে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর, শিক্ষার ক্ষেত্রে এক অন্যন্য জায়গা করে নিয়েছে।





