eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ডাক টিকিট প্রকাশ

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে বিশেষ ডাক টিকিট প্রকাশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরের ৫০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিতে ভারতীয় ডাক বিভাগের জেলাস্তরের একটি ফিলাটেলিক প্রদর্শনী ‘দুর্গাপেক্স-২০২৫’ এর আয়োজন করা হয়েছে।

দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় শুক্রবার। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, ডাক বিভাগের আসানসোল মহকুমার সিনিয়র সুপারিনটেনডেন্ট আংশুমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শ্রুতি কান্ত পাল, ডিএভি মডেল স্কুল দুর্গাপুরের অধ্যক্ষ পাপিয়া মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।

গায়ত্রী মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকল অতিথিদের শাল পরিয়ে ও চারা দিয়ে স্বাগত জানান ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট আংশুমান। উপস্থিত সমস্ত অতিথি সহ দর্শকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘দুর্গাপেক্স-২০২৫’ একটি প্রদর্শনী নয়, এটি জ্ঞান, সৃজনশীলতা এবং সংস্কৃতির একটি প্ল্যাটফর্ম এবং সংস্কৃতির উদযাপন।

অনুষ্ঠানে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুল প্রতিষ্ঠার ৫০ তম ববার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ কর্তৃক ৫ টাকার পোস্টাল স্ট্যাম্পের একটি বিশেষ কভার প্রকাশ করা হয়। এই আনন্দঘন মুহুর্তে স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জি অতীতের সেই সমস্ত লোকদের স্মরণ করেন যাঁদের কারণে এই বিদ্যালয়টি বর্তমান অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তিনি গর্বের সঙ্গে জানান এই স্কুলের প্রক্তনীরা শুধু দেশে নয় বিদেশেও উচ্চ পদে অধিষ্ঠিত।

প্রদর্শনীর পাশাপাশি স্কুলের সমস্ত শ্রেণির পড়ুয়াদের নিয়ে অঙ্কন, নৃত্য, গীত, যন্ত্র সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, এই ‘দুর্গাপেক্স-২০২৫’ অনুষ্ঠান চলবে আগামীকালও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments