eaibanglai
Homeএই বাংলায়বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন ও এডিসিপি ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা...

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন ও এডিসিপি ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হৈ হৈ করে গত ৫ই ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসব ২০২৫। দুবছরের ব্যাপক সাফল্যের পর তৃতীয় বর্ষে আরও বড় আকারে, আরও উন্নত পরিকাঠামো নিয়ে এবারের দুর্গাপুর উৎসব নিয়ে হাজির হয়েছেন উৎসব কর্তৃপক্ষ। প্রতিদিনিই রাজ্য তথা দেশের নামকরা চিত্র তারকা ও সংগীত শিল্পীরা উৎসব মঞ্চে তাঁদের অনুষ্ঠান পরিবেশন করছেন। হাজার হাজার মানুষ একত্রিত হচ্ছেন উৎসব প্রাঙ্গনে। এদিকে এই দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে রাজ্য , জেলা ও পুলিশ প্রশাসন বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে সামিল হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হল বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনও।

প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর আমিনুর খান ও দুই এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ ব্যানার্জি ও নন্দন দত্ত, হঠাৎই বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের বিশেষ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনকে পথ নিরাপত্তা বিষয়ে একটি সচেতনতামূলক পথনাটিকার আয়োজনের ব্যবস্থার করার অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে তাঁর অনুরোধে সাড়া দেন সংস্থার সম্পাদক গণেশ চক্রবর্তী। ঠিক হয় আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যায় সংস্থার প্যাভিলিয়নের সামনে উন্মুক্ত পরিসরে পথ নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতামূলক পথনাটি উপস্থাপনা করা হবে।

অন্যদিকে এদিন বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্থার সভাপতি মনোজ সিংহ ও সম্পাদক গণেশ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উল্লেখযোগ্য কাজের জন্য দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকদের বঙ্গ ডিজিটাল সম্মানে সম্মানিত করেন। এই সম্মান পয়ে আপ্লুত বলে জানান ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

এদিন সংস্থার সকল সদস্যদের পক্ষে সংস্থার সভাপতি মনোজ সিংহ জানান, বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সকল সদস্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সকল কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। আবারও তা করতে পারার সুযোগ পেয়ে
আমরা আনন্দিত। আমরা দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের মাননীয় আধিকারিকদের ধন্যবাদ জানাই , আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আগামী দিনেও আমরা স্থানীয় পুলিশ কর্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করছি।

প্রসঙ্গত উল্লেখ্য, সারা রাজ্যে কর্মরত সকল ডিজিটাল সাংবাদিক, ইউটিউবার, ব্লগার, ফেসবুক ওনার ও কনটেন্ট রাইটাররা বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে নিজেদেরকে মেলে ধরছেন সাফল্যের সাথে। প্রতিবছরের মতো এবছরও দুর্গাপুর উৎসব ২০২৫ প্রাঙ্গণে রয়েছে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের বিশেষ প্যাভিলিয়ন। প্যাভিলিয়নটির শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় দুই মন্ত্রী সহ বিশিষ্ট গুণীজনেরা। দুর্গাপুর উৎসব ২০২৫ কে বিশ্বের দরবারে আলাদা জায়গা করে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments